ধনকুবেরের অভাব দেখে আমার নিজেরই কষ্ট হয় ,
কচুরিপানার মত দ্রুতই বাড়ে তার অভাব।
আজকের সকালে খুব চিন্তিতদেখালো তাকে কিভাবে কি করবে ?
মতিঝিলের বাড়িতে এখনও নকশার কাজ বাকি।
গত বছরের কেনা গাড়িটাও হয়ে পরেছে অনেক পুরনো।
ছেলের যাবে সুইজারল্যান্ড ভ্রমণে আর মেয়ে কানাডায়।
ঘরের গিন্নি ধরেছে গহনার বায়না ,অভাব আর সড়ে না।
যেদিকে শুধু অভাব আর অভাব, কথাও তার শান্তি নাই।
পাশের বাড়ির দরিদ্রও তার পাওনা টাকা দিচ্ছে না।
সেই কবে নিলো তার মেয়ের বিয়ের সময় টাকাটা ,
এই অভাবের দিনে ৫ হাজার টাকাও অনেক।
হায়রে ধনকুবের তোমার অভাবে আমিও আজ অভাবী।
কচুরিপানার মত দ্রুতই বাড়ে তার অভাব।
আজকের সকালে খুব চিন্তিতদেখালো তাকে কিভাবে কি করবে ?
মতিঝিলের বাড়িতে এখনও নকশার কাজ বাকি।
গত বছরের কেনা গাড়িটাও হয়ে পরেছে অনেক পুরনো।
ছেলের যাবে সুইজারল্যান্ড ভ্রমণে আর মেয়ে কানাডায়।
ঘরের গিন্নি ধরেছে গহনার বায়না ,অভাব আর সড়ে না।
যেদিকে শুধু অভাব আর অভাব, কথাও তার শান্তি নাই।
পাশের বাড়ির দরিদ্রও তার পাওনা টাকা দিচ্ছে না।
সেই কবে নিলো তার মেয়ের বিয়ের সময় টাকাটা ,
এই অভাবের দিনে ৫ হাজার টাকাও অনেক।
হায়রে ধনকুবের তোমার অভাবে আমিও আজ অভাবী।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন