বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৪

ভালবাসাপুর

বনীকরণ করো না এই মহাসৃষ্টি ভালবাসাপুরকে,
আজও শত বপ্তা বুনছে ফসলের বীজ এই পুরে।
বিশ্বাস দিয়ে গড়া বরফের উপত্যকা ছুয়েছে গগন ,
আজও মাঝি বজরা বেয়ে চলে ভাওয়ালি সুরে।

আজও পুষ্পাবতীর ঘরে লটকানো আছে রকমারি মালা,
শঙ্কিত করো না তাকে যে রয়েছে কারো অপেক্ষায়। 
ভালবাসাপুরের ভালবাসা কোনো শলাকা নয় ,
বিশ্বাসে নত হিংসার অনল, প্রেম আনে শিহরন জলন্ত শিখায়। 

রঙ্গমহল ছেড়ে এসো একবার এই ভালবাসাপুরে ,
বগলি ভরে নিয়ে এসো শুধু বিশ্বাস সংকুলান। 
আকড়ে ধর ধরা হাত ছেড়ে দিও না হয়ে বিস্মরণ ,
বিশ্বাসের নদীতে ভালোবাসা হয়ে রবে চির অম্লান। 

0 মন্তব্য:

Facebook Comments by প্রহেলিকা

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by প্রহেলিকা