পশ্চাতে ক্ষুধার্ত ছিল জননীর বুকের ধন
গহীন রাতে ভাসমান বীরঙ্গনার আরতি
অগ্রে দেখো কল্ল্যানময়ী চামেলীর বন
রয়েছে আরো তপ্তকাঞ্চন সত্যের বসতি
গত হয়েছে শত মন্দের আরাধন
ধরনীতে আজ তারুন্যের দ্যুতি।
বিশাল বঙ্গতে চাই কিছু পরোয়ানা
ফিরে পেতে চাই পশ্চাতের সোনালী আঁশ
আজও আছে কিষাণের বক্ষপুরে যন্ত্রণা
দেবমাতৃক দেশে ভাসে দীর্ঘশ্বাস
ধানী জমিতে চাই না কল কারখানা
গাছে গাছে ফুটুক ফাগুনের পলাশ।
প্রেমের প্রহেলিকায় ছিল তরঙ্গাকুল পাথার
আজ পর্ণমোচী বৃক্ষের মত প্রেমের সুর
বড়শি হাতে দেখি সব চন্ডিদাসের বাহার
নেই শুধু পশ্চাতের সেই শুকনো পুকুর
পশ্চাতের প্রেমে ছিল না পাংশুটের পাহাড়
প্রেমময় তরঙ্গ ছিল সকাল দুপুর।
দু কদম পিছনে রয়েছে তুখোড় কৈশোর
দু কদম সামনে জ্বলন্ত যৌবন
অগ্র পশ্চাতের কলহে হল আজ ভোর
ধরিত্রীর বুকে বহে বাতাস শন শন
শক্ত হস্তে বাধব অগ্র পশ্চাতের ডোর
নিবিড় ভালবাসায় ঘেরা এই নিকেতন।
আমিন এর কাব্য
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন