কোথায় হবে আজ রাত্রি যাপন
নেই যে কোনো আত্মার বাঁধন
সামনে নিঝুম কালো বন
ভীত মনে কাপছে বদন
জীবনে কেন এমন ক্ষণ
দু চোখে শীতল রক্তক্ষরণ
হয়ে যাচ্ছি আজকে হরন
কোথায় আমি যাব এখন ?
জানিনা আমি কাটতে সাঁতার
সামনে আছে অকূল পাথার
মাস যে এখন কৃষ্ণচূড়ার
তবুও গর্জন মেঘ মালার
রুখবো কেমনে সকল বাঁধার
সঞ্চিত নেই ক্ষুধার আঁহার
ধেয়ে আসছে উচু পাহাড়
কোথায় আছে পথটি বাচার?
আলো নেই আজ অগ্নি শিখায়
জীবন আধারে হাতড়ে বেড়ায়
সর্প দংশে পায়ের গোড়ায়
বাঁচব কেমনে চৈত্রের খরায়
শক্তি যে নাই পথ চলায়
আশ্রয় খুঁজি বৃক্ষের শাখায়
দোয়েলের ওই নিবিড় পাখায়
শব্দনীড়ের কাব্য পাতায়।
হবে হৃদয় আজ সন্ন্যাসী
কোথায় যে সে রক্ষাচাষী
যে নেবে মোর দুঃখ রাশি
যত্নে বলবে ভালবাসি
পরম সুখে দিব হাসি
হাতে নিব রাখাল বাঁশি।
আসুক ঝড় সব সর্বনাশী
তবুও বাইবো দাড় দিবানিশি।
নেই যে কোনো আত্মার বাঁধন
সামনে নিঝুম কালো বন
ভীত মনে কাপছে বদন
জীবনে কেন এমন ক্ষণ
দু চোখে শীতল রক্তক্ষরণ
হয়ে যাচ্ছি আজকে হরন
কোথায় আমি যাব এখন ?
জানিনা আমি কাটতে সাঁতার
সামনে আছে অকূল পাথার
মাস যে এখন কৃষ্ণচূড়ার
তবুও গর্জন মেঘ মালার
রুখবো কেমনে সকল বাঁধার
সঞ্চিত নেই ক্ষুধার আঁহার
ধেয়ে আসছে উচু পাহাড়
কোথায় আছে পথটি বাচার?
আলো নেই আজ অগ্নি শিখায়
জীবন আধারে হাতড়ে বেড়ায়
সর্প দংশে পায়ের গোড়ায়
বাঁচব কেমনে চৈত্রের খরায়
শক্তি যে নাই পথ চলায়
আশ্রয় খুঁজি বৃক্ষের শাখায়
দোয়েলের ওই নিবিড় পাখায়
শব্দনীড়ের কাব্য পাতায়।
হবে হৃদয় আজ সন্ন্যাসী
কোথায় যে সে রক্ষাচাষী
যে নেবে মোর দুঃখ রাশি
যত্নে বলবে ভালবাসি
পরম সুখে দিব হাসি
হাতে নিব রাখাল বাঁশি।
আসুক ঝড় সব সর্বনাশী
তবুও বাইবো দাড় দিবানিশি।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন