আমি তোমাকে কখনো আঘাত করতে চাই না
সেটা বড়ই নির্মম হবে,
সেই আঘাত তুমি সহ্য করতে পারতে না
জীবন্ত দেহ তোমার মৃত হয়ে রবে।
তোমার ভয়ের আজ কিছুই নেই
যখন আঘাতের বদলে পেলে মহত্ব, পেলে ক্ষমা,
কলম গড়ে তুলেছিল আমার বিবেককে
আমার ক্লেশ আমার মাঝেই রাখলাম জমা।
যখনি আঘাত করেছ বিশ্বাসের
নিশ্চুপে হয়ে গেছে রক্তক্ষরণ,
ভাবতাম এটাই কি বিশ্বাসের মুল্য?
তুবও পাটকেল ছুড়িনি, সব করেছি বরণ।
তোমারি আঘাতে জন্মনিলো আমার মনে আজ
কবিতার লিখার মত নির্ভরশীল শিল্প ,
লিখে যাব সব চরণ জীবনের
কবিতার মাঝেই জানবে সবাই এই জীবনের গল্প।
কবিতা তোমার মত বিশাস নিয়ে খেলে না
এখানে হয় না বিশ্বাসের মরণ ,
একদিন হয়ত তুমার মাঝে স্মৃতি হব আমি
কিন্ত বাকি সবাই কবিতার মাঝেই, করবে আমায় স্মরণ।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন