মিথ্যের মাঝে তোরা সবাই আমাকে ডুবিয়ে রেখেছিস ,
মিথ্যেকে ভাপিয়ে বানিয়েছিস সত্যের বরফ ,
সত্যকে পাঠিয়েছিস কল্পলোকে।
দিবালোকে আমার চোখ ঢেকেছিস কালো পর্দায়।
করমর্দনে দিয়ে যাচ্ছিস ভঙ্গুর প্রতিশ্রুতি।
সবুজ দেশের মাটিতে আর নেশা নয়,
বিদায়লগ্নের আলিঙ্গনে করেছিলি তোরা প্রতিজ্ঞা।
প্রবাস থেকে পারছিনা ক্ষিপ্ত হয়ে কেড়ে নিতে,
তোদের হাতের বিষাক্ত গোলাপী টেবলেড।
পারছিনা খুলে দিতে ঘরের সব বন্ধ জানালা।
অন্ধ বলে ভাবিস না আমার ভালোবাসাও আজ অন্ধ ,
ভুলে যাসনে আমিই ছিলাম তদের আড্ডার মধ্যমণি।
আমি আবার প্রত্যাবর্তন করতে চাই তোদেরই মাঝে।
শূন্য হাত বাড়ালাম তোদের পানে, দে ভিক্ষা-
চল আমরা আবার যাই মান্না দে' এর কফি হাউসে।
বন্ধু তোরা ফিরে আয় এই সকালে সেই পুরনো পথে,
রাতের অন্ধকার কাটিয়ে দিল সূর্যের প্রভা,
রাতের শিশিরে ভিজিয়ে নে তোদের কচি মন।
আমি আছি তোদের অপেক্ষায় ,থাকব অনন্তকাল,
বেরিয়ে আয় নেশার জীবন থেকে, হাসব সারাক্ষণ।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন