ঘর , দোর , বিছানা সবই আজ এলোমেলো ,
ফুলদানিটাও নেই এখন টেবিলের উপরে।
ড্রেসিং টেবিলের গ্লাসটা রেগে ভেঙ্গে ফেলেছি আমি,
সবই করেছি যেদিন অভিমানে তুমি গেলে সরে।
তুমি একদম ভালো না, কিছুই বোঝনা ,
আমি কি পারি বল এতবড় দুজনের সংসার একা সামলাতে?
কতনা আকুতি , মিনতি আমার, তারপরও গেলে,
ফিরে যখন এসেছ সংসারে আর দিব না পালাতে।
সেই পুরনো সংসারকে আবার তোমাকেই গোছাতে হবে ,
জানইতো তুমি, আমি এসব একদম পারি না করতে।
তুমি চলে যাওয়ার পর নষ্ট জীবন করেছি কিছুদিন ,
ডেকেছি তোমাকে ,সাড়া না পেয়ে চেয়েছি মরতে।
ঘরটাকে ঠিক আগের মত গোছিয়ে তোলো ,
সাথে ঝেড়ে ফেলে দিও পুরনো সব অতীতকে।
সংসারে তুমি মহারানী আর আমি হব মশাই ,
দুজন মিলেই করব বরণ গর্ভে থাকা প্রধান অতিথিকে।
ফুলদানিটাও নেই এখন টেবিলের উপরে।
ড্রেসিং টেবিলের গ্লাসটা রেগে ভেঙ্গে ফেলেছি আমি,
সবই করেছি যেদিন অভিমানে তুমি গেলে সরে।
তুমি একদম ভালো না, কিছুই বোঝনা ,
আমি কি পারি বল এতবড় দুজনের সংসার একা সামলাতে?
কতনা আকুতি , মিনতি আমার, তারপরও গেলে,
ফিরে যখন এসেছ সংসারে আর দিব না পালাতে।
সেই পুরনো সংসারকে আবার তোমাকেই গোছাতে হবে ,
জানইতো তুমি, আমি এসব একদম পারি না করতে।
তুমি চলে যাওয়ার পর নষ্ট জীবন করেছি কিছুদিন ,
ডেকেছি তোমাকে ,সাড়া না পেয়ে চেয়েছি মরতে।
ঘরটাকে ঠিক আগের মত গোছিয়ে তোলো ,
সাথে ঝেড়ে ফেলে দিও পুরনো সব অতীতকে।
সংসারে তুমি মহারানী আর আমি হব মশাই ,
দুজন মিলেই করব বরণ গর্ভে থাকা প্রধান অতিথিকে।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন