১৪ই ফেব্রুয়ারী, বিশ্ব ভালবাসা দিবস। অনেকেই উদগ্রীব হয়ে আছেন এই দিনটিকে পালন করার জন্য। অনেকেই হয়ত ভালবাসার মানুষটিকে উপহার দেওয়া ভাবছেন। আসুন জেনে নেই কি হতে পারে ভালবাসার মানুষের জন্য এই দিনটির উপহার।
একগুচ্ছ ফুল:
ফুলকে ভালবাসেন না এমন মানুষ খুব কমই আছে এই পৃথিবীতে। সবাই কমবেশী ফুলকে ভালবাসে। আর এই ফুল দুজনের ভালবাসার মাঝে আরো সুগন্ধী আরও বাড়িয়ে দেয়। যাকে ভালবাসেন আপনি তাকে এই ফুলের মাঝেই বরণ করে নিন এই ভালবাসা দিবসে। ফুল যেন পবিত্র ভালোবাসাকে আরো পবিত্র করে তোলে। তাই এই ফুলই হোক আপনার জীবন সঙ্গিনীর জন্য প্রথম উপহার।
বই:

গহনা:
কম দামী হোক আর বেশি দামের হোক ওই দিন ভালবাসার মানুষকে গহনা জাতীয় কিছু উপহার দিতে পারেন। গলার অথবা কানের গহনা অথবা হাতের ব্রেসলেট দিতে পারেন। তবে কিনার সময় অবশ্যই আপনার ভালবাসার মানুষটির সাথে যাতে মানানসই হয় তা ভেবে কিনবেন আর এই ক্ষেত্রে আপনাকে আপনার কল্পনা শক্তি ব্যাবহার করতে হবে। আপনিই পারবেন আপনার ভালবাসার মানুষটিকে কল্পনায় ফুটিয়ে তুলতে।
প্রতিজ্ঞা / শপথ:

যদি আপনার ভালবাসার মানুষটার সাথে শপথ করতে আপনি দ্বিধাবোধ করেন তাহলে তার সাথে কোনো শপথ করার দরকার নেই। এবার আপনি শপথ করবেন আপনার নিজের সাথে যে ভালবাসার নামে কোনো খেলায় আপনি আর কোনদিন নিজেকে খেলোয়ার ভাববেন না। শুধু এটা ভাববেন যে আপনি ভালবাসার নামে যে খেলা খেলছেন অন্যজনের সাথে, অপরদিকে সে কিন্তু সাজিয়ে ফেলেছে আপনাকে নিয়ে তার পৃথিবী। তার সেই স্বপ্ন যখন আপনার খেলার কারণে ভেঙ্গে যাবে তখন তার পৃথিবীটা হয়ে পরবে শূন্য। একটি স্বপ্ন ভাঙ্গা মানুষের জীবনের যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণার চেয়েও ভয়ংকর। তার জীবনের তখন আর কিছুই বাকি থাকে না।
তাই ভালবাসার মানুষকে যদি কেউ কোনো উপহার দিতে চান এই দিনে তাহলে এই শপথের চেয়ে মূল্যবান কিছু হয়ত আর নেই। সবার ভালবাসা সুন্দর এবং সার্থক হোক। এই কামনা রইল।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন