আচ্ছাদিত হইনি অভিপ্রায়ের চাদরে,
কখনোই ভাসিনি দিগবিজয়ের সাগরে।
চাইনি আকাশচুম্বী দালানের দাম্ভিকতা,
কোমল বিছানায় হোক দাহিত সরলতা।
অস্বচ্ছ নয়নে শুধু মেতে ছিলাম ব্রতে,
ক্ষণস্থায়ী এই সমাজের বাসিন্দা হতে।
কিন্তু দরিদ্রতার দুর্গন্ধে নাক চেপে ধরে,
সুতীক্ষ্ণ দৃষ্টিতে বললে "যাও দুরে সরে"।
ফিরেছি অসংগত ইচ্ছার কপাট থেকে,
তাই আক্ষেপে জ্বলিনি সভ্য সমাজ দেখে।
কখনোই ভাসিনি দিগবিজয়ের সাগরে।
চাইনি আকাশচুম্বী দালানের দাম্ভিকতা,
কোমল বিছানায় হোক দাহিত সরলতা।
অস্বচ্ছ নয়নে শুধু মেতে ছিলাম ব্রতে,
ক্ষণস্থায়ী এই সমাজের বাসিন্দা হতে।
কিন্তু দরিদ্রতার দুর্গন্ধে নাক চেপে ধরে,
সুতীক্ষ্ণ দৃষ্টিতে বললে "যাও দুরে সরে"।
ফিরেছি অসংগত ইচ্ছার কপাট থেকে,
তাই আক্ষেপে জ্বলিনি সভ্য সমাজ দেখে।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন