জাগতিক সিলেবাসের বাইরে দাঁড়ানো কানাগলির হাতছানিতে
হঠাৎ তার কটকিনাগুলো অসভ্য হয়ে উঠে,
নাবালক চোখে টোকা দেয় খামখেয়ালী সূর্যাস্ত সজোরে,
গয়নার নৌকা পৌঁছে দিয়ে গর ঠিকানায়।
কেঁদে উঠে মন, জানে না কখন
এক, দুই করে করে আসে ষাটের ক্ষণ,
অত:পর শেষকন্না বুঝিয়ে দাও নতুবা পুরন্ত যৌবন।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন