শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৪

কেন এমন হয়?

কিভাবে তোমার পথরোধ করে দাড়াব
দারিদ্রতার শেকড়ে জড়িয়ে গেছে আমার পা।
নির্লজ্জ ভঙ্গিতে বারবার সিক্ত হয় নয়ন
দূরে থেকে দাড়িয়ে দেখি তুমি বাধছ খোপা।

বেদনার নীল কালিতে সাক্ষর করা
তোমার তালাকনামা পেলাম এই দুর্যোগের ভোরে।
আমি আর কোনো দলিলেই দিব না টিপসই,
যদি পর কাবিননামা ফেল ছিড়ে।

আজ কাবিনবিহীন তোমার এই দুটি হাত ,
ধীরে ধীরে মুছে যাবে মেহেদির লাল  রং।
আমি প্রত্যাবর্তন করব সেই হারানো দিনে,
যেখানে হাসব একা, কাদব একা ,মাঝে মাঝে সাজবো সং।

হামাগুড়ি দিয়ে চলতে হারিয়েছি বুকের পশম ,
এই বুকে আর কোনো বৃক্ষের জন্ম হবে না জানি।
নিশাচর হয়ে শুধু ভাবি, কেন এমন হয় বারবার ?
কেন বারবার শুকিয়ে যাই পান্তা ভাতের পানি ?

0 মন্তব্য:

Facebook Comments by প্রহেলিকা

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by প্রহেলিকা