বৃহস্পতিবার, ২৬ জুন, ২০১৪

তারুণ্য উত্থান

জ্বলন্ত সূর্যকে কটাক্ষ করে সশব্দে নেমে আসে,
অজস্র রাতের পুঞ্জীভূত আঁধার, পৃথিবী গুনে-
অকালে ঝরে পরে কত নব পল্লবের সংসার,
কত বাবা কাঁধে বয়ে বেড়ায় শেষ অবলম্বন।

কাঁচ টেবিলের উপর সজ্জিত শেষ মোমপুতুলটি-
প্রত্যুষ পূর্বেই আজ, নিঃশেষিত হোক সলতে দহনে।
আমি অপলক তাকিয়ে থাকব নির্ঘুম দু'চোখে,
স্বতঃপ্রবৃত্ত ক্লান্তির স্পর্শে ভূলুন্ঠিত অবয়বে।
থাকব আমি মৃত্যুবধি তারুণ্য উত্থানের অপেক্ষায়,
সফেদ হিমরেখা ছাড়িয়ে যে উত্থিত হবে সগৌরবে। 

0 মন্তব্য:

Facebook Comments by প্রহেলিকা

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by প্রহেলিকা