আশাহত দিনান্তে টং-এর দোকানে
চলমান আধুনিক সঙ্গীতের আকুতিমালায়
বিগলিত চিত্তে এলাকার নতুন ভাড়াটিয়া--
-"না ভাই এইবার আর ভুল করতাম না "
"এইডা তুমি কি কও ? পত্যেকবার তো একই গান হুনি "
জবাব পায় না খুঁজে, আচম্বিত-
"ভাই সাব হুঁনছি গতবছর উনি-ই
বাঁইচ্যা থাহা মানুষের লাইগা এলাকার নতুন কবরস্থানের জমিনডা দিছে ??"
"হ্যাঁ।"
"তইলে আর কথা না কইয়্যা জিকির করো।"
আবার চুমুক লাগে শীতল চা -এর কাপে।
চলমান আধুনিক সঙ্গীতের আকুতিমালায়
বিগলিত চিত্তে এলাকার নতুন ভাড়াটিয়া--
-"না ভাই এইবার আর ভুল করতাম না "
"এইডা তুমি কি কও ? পত্যেকবার তো একই গান হুনি "
জবাব পায় না খুঁজে, আচম্বিত-
"ভাই সাব হুঁনছি গতবছর উনি-ই
বাঁইচ্যা থাহা মানুষের লাইগা এলাকার নতুন কবরস্থানের জমিনডা দিছে ??"
"হ্যাঁ।"
"তইলে আর কথা না কইয়্যা জিকির করো।"
আবার চুমুক লাগে শীতল চা -এর কাপে।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন