রবিবার, ১৬ মার্চ, ২০১৪

ঘুমন্ত কাপুরুষ

মা ও মা, তুমি দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে দাও জনম, 
ভূমিষ্ট কর নাড়িছেড়া ধন,সয়ে অসহ্য প্রসবের বেদনা। 
তবে মা আমি আজ কাপুরুষের দলে এসে ভিড়েছি। 
চুঁড়ি পরা হাতে সামনে চলি মাতাল হয়ে,
পিছনে পরে থাকে অনাথ পথ শিশুটির আহাজারি। 
তোমার নীল আকাশ ঢাকি পাংশুটে মেঘের চাঁদরে,
মরণ নেশার বীজ বুনি তোমার সবুজ জমিনে সাদরে।  
দিবালোকে শাঁড়ি পড়ে দাঁড়িয়ে থাকি রাজপথে,
সামনে পালিয়ে যায় তোমার আরেক ছেলে অস্ত্রহাতে। 
সম্বলহারা বৃদ্ধের আর্তনাদে আকাশে ধরে চিঁড়,
শেষ নাটকের দৃশ্য দেখতে আমিও জমাই ভিঁড়। 
ভুলে গেছি মা তোমার দুগ্ধপানে জুড়িয়েছি তৃষ্ণা।
ভুলে গেছি লাখো সহোদর হয়েছে শহীদ তোমার তরে। 
মাগো তোমার চেয়ে প্রেমিকাই আমার বেশি আপন,
লিখে যাই অজস্র মহাকাব্য অসভ্য প্রেমিকার তরে। 
নেই তোমার প্রতি কোনো প্রেম, আমি ঘুমন্ত কাপুরুষ। 

0 মন্তব্য:

Facebook Comments by প্রহেলিকা

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by প্রহেলিকা