তোমার শরৎ-এর নীল আকাশে আজ ঘুড়ি উড়াতে আসিনি।
স্মৃতির ইন্দ্রজাল থেকে বেরুতে না পেরে হেটেছি লক্ষ্য ক্রোশ,
হিংস্র-জানোয়ারে আবেষ্টিত বিরান পথে অভীত মস্তিষ্কে অবিরাম
নিস্তব্ধ পথে ছায়ার হাত ধরে হেটেছি মৃদু বাতাসের আবেশে।
ক্রন্দন মন্ত্রে দীক্ষিত হয়ে মুছে ফেলেছি সরল প্রেমের অভিরাম।
অবজ্ঞার পীতজ্বরে আশ্রিত হইনি ব্যার্থতার উষ্ণ কাঁথাতলে,
অবিশ্বাসের ঘূর্ণিপাকে তলিয়ে যাইনি উন্মত্ত হয়েছি চন্দ্রচুম্বনে।
দ্রবীভূত বিষাক্ত স্মৃতিগুলো বুকে ধরে জয় করে করে এসেছি-
উত্তরমেরু থেকে দক্ষিণমেরু,দুমড়ে যাইনি ঝড়জলের বিড়ম্বনে।
গগনের খিল খুলে দিয়ে ঝরিয়েছি বৃষ্টি অঝোরে একাকী রাতে।
অমূলক সন্দেহের বাণে রক্তাক্ত হয়ে লুটিয়ে পরিনি অনায়াসে,
বয়ে গেছি উন্মাদ তরণী দিগ-দিগন্তে অনাবিষ্কৃত সুখের খুঁজে।
স্মৃতির ইন্দ্রজাল থেকে বেরুতে না পেরে হেটেছি লক্ষ্য ক্রোশ,
হিংস্র-জানোয়ারে আবেষ্টিত বিরান পথে অভীত মস্তিষ্কে অবিরাম
নিস্তব্ধ পথে ছায়ার হাত ধরে হেটেছি মৃদু বাতাসের আবেশে।
ক্রন্দন মন্ত্রে দীক্ষিত হয়ে মুছে ফেলেছি সরল প্রেমের অভিরাম।
অবজ্ঞার পীতজ্বরে আশ্রিত হইনি ব্যার্থতার উষ্ণ কাঁথাতলে,
অবিশ্বাসের ঘূর্ণিপাকে তলিয়ে যাইনি উন্মত্ত হয়েছি চন্দ্রচুম্বনে।
দ্রবীভূত বিষাক্ত স্মৃতিগুলো বুকে ধরে জয় করে করে এসেছি-
উত্তরমেরু থেকে দক্ষিণমেরু,দুমড়ে যাইনি ঝড়জলের বিড়ম্বনে।
গগনের খিল খুলে দিয়ে ঝরিয়েছি বৃষ্টি অঝোরে একাকী রাতে।
অমূলক সন্দেহের বাণে রক্তাক্ত হয়ে লুটিয়ে পরিনি অনায়াসে,
বয়ে গেছি উন্মাদ তরণী দিগ-দিগন্তে অনাবিষ্কৃত সুখের খুঁজে।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন