আজকে দেশের জনগনের
নিদ্রা ভেঙ্গেছে,
লাখো কন্ঠে গেয়ে সঙ্গীত
রেকর্ড করেছে।
রেকর্ড করে এসে তারা
বলে কত কথা,
নব্বই কোটি টাকা নাকি
শুধু গেল বৃথা।
সন্ধ্যায় এসে বলে তারা
লাভ কি হবে তাতে?
আছিতো ভাই কুঁড়ে ঘরে
ভাত মিলেনা পাঁতে।
পদক্ষেপ যখন নিল
তখন ছিলা চুপ,
সবার মুখে এখন দেখি
কত কথার রূপ।
আলতু ফালতু কথা ভুলে
একটু গর্ব করো,
আগামীতে ঐক্যের রশি
শক্ত করে ধরো।
নিদ্রা ভেঙ্গেছে,
লাখো কন্ঠে গেয়ে সঙ্গীত
রেকর্ড করেছে।
রেকর্ড করে এসে তারা
বলে কত কথা,
নব্বই কোটি টাকা নাকি
শুধু গেল বৃথা।
সন্ধ্যায় এসে বলে তারা
লাভ কি হবে তাতে?
আছিতো ভাই কুঁড়ে ঘরে
ভাত মিলেনা পাঁতে।
পদক্ষেপ যখন নিল
তখন ছিলা চুপ,
সবার মুখে এখন দেখি
কত কথার রূপ।
আলতু ফালতু কথা ভুলে
একটু গর্ব করো,
আগামীতে ঐক্যের রশি
শক্ত করে ধরো।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন