রুক্ষপথের মোহতে আজ ফিরিয়ে দিওনা,
মুঠোভরে দ্যাখো কুঁড়িয়ে এনেছি চন্দ্রাধুলি,
পুঁটুলিভরা পুঁজোর ফুলে পরাবো গহনা,
দৃষ্টি মেলে দ্যাখো দূরের স্বর্ণালী গোধূলি।
মুখকমল করোনা আঁড়াল প্রণয়ের রাতে,
নীলনদী দ্যাখো রয়েছে তোমার অপেক্ষায়,
দিব্যলোক ছেঁড়ে এসেছি আজ রিক্ত হাতে,
ছুঁড়ে ফেলোনা স্বপ্নমালা নিদারুণ উপেক্ষায়।
পাথর বুকে চেঁপে আজ ফিরিয়ে দিওনা,
প্রেম মন্দির ছাড়া নেই কোনো গন্তব্য,
এসো জোত্স্নায় ভিজি ভুলে নীল বেদনা,
ঊরুতে মাথা রেখে শুনাব যত মহাকাব্য।
তৃষালু নয়ন ফিরিয়ে দিওনা আজ অবহেলায়,
চৈত্রের দাবদাহে ঠাঁই দাও নিবিড় পান্থশালায়।
মুঠোভরে দ্যাখো কুঁড়িয়ে এনেছি চন্দ্রাধুলি,
পুঁটুলিভরা পুঁজোর ফুলে পরাবো গহনা,
দৃষ্টি মেলে দ্যাখো দূরের স্বর্ণালী গোধূলি।
মুখকমল করোনা আঁড়াল প্রণয়ের রাতে,
নীলনদী দ্যাখো রয়েছে তোমার অপেক্ষায়,
দিব্যলোক ছেঁড়ে এসেছি আজ রিক্ত হাতে,
ছুঁড়ে ফেলোনা স্বপ্নমালা নিদারুণ উপেক্ষায়।
পাথর বুকে চেঁপে আজ ফিরিয়ে দিওনা,
প্রেম মন্দির ছাড়া নেই কোনো গন্তব্য,
এসো জোত্স্নায় ভিজি ভুলে নীল বেদনা,
ঊরুতে মাথা রেখে শুনাব যত মহাকাব্য।
তৃষালু নয়ন ফিরিয়ে দিওনা আজ অবহেলায়,
চৈত্রের দাবদাহে ঠাঁই দাও নিবিড় পান্থশালায়।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন