অশান্ত ছাদের রেলিং ধরে উপরে তাকাতেই দৃশ্যমান
পাখিরা ফিরে যাচ্ছে আপন নীড়ে ভুলে সকল অভিমান।
সামনের প্রতিবেশী ছাদে দেখি হাস্যময়ীর নির্বাক চিত্র,
অট্টহাসিতে গড়াগড়ি খায় পড়ে প্রেমিকের বিষাক্ত পত্র।
নিচে সময়ের রশি ধরে ছুটে চলা অজস্র মানুষের ভিড়ে
তরুণ পশ্বাধম পালায় করে ছিনতাই বৃদ্ধের বুক চিঁড়ে।
আচমকা ভাসমান কান্নার সুরে দেখি পুষ্পজীবী শিশুটি
রক্তাক্ত হাঁটুতে কুড়ায় মালা, দেখে হাসে বিত্তশালী পশুটি।
শত শত কলঙ্কের নিশ্চুপ সাক্ষী হয়ে থাকি ছাদের কোণে,
নামি লজ্জিত নতশিরে ভেসে আসা আজানের সুর শুনে।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন