জেগে থেকেও করছি ঘুমের ভান,
সে কাঁকন বাঁজিয়ে জাগাবে আমায়,
নয়তো দিবে লাজুক মুখে দুষ্ট হাসি।
ধরবে শামুক কুড়ানোর বায়না,
অথবা ঝিল থেকে পদ্ম তুলে আনার ,
নয়তো দিবে কানের কাছে মিষ্টি কাশি।
হিমসাগরের জল ঢেলে দিবে মুখমণ্ডলে,
অথবা গুনগুন করবে প্রিয় গানের কলিটি,
সাড়া না পেয়ে আচমকা রেগে যাবে তাতে।
ভাবতে ভাবতে অপেক্ষায় কামনাময়ীর,
কর্কশ চিত্কারের খোলে যায় চোখ, দেখি
দূরে সে দাড়িয়ে বাজারের থলে হাতে।
সে কাঁকন বাঁজিয়ে জাগাবে আমায়,
নয়তো দিবে লাজুক মুখে দুষ্ট হাসি।
ধরবে শামুক কুড়ানোর বায়না,
অথবা ঝিল থেকে পদ্ম তুলে আনার ,
নয়তো দিবে কানের কাছে মিষ্টি কাশি।
হিমসাগরের জল ঢেলে দিবে মুখমণ্ডলে,
অথবা গুনগুন করবে প্রিয় গানের কলিটি,
সাড়া না পেয়ে আচমকা রেগে যাবে তাতে।
ভাবতে ভাবতে অপেক্ষায় কামনাময়ীর,
কর্কশ চিত্কারের খোলে যায় চোখ, দেখি
দূরে সে দাড়িয়ে বাজারের থলে হাতে।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন