নয়ন
অপরূপ, নিরুপম
চূর্ণ করে শিলা, ডাকে দ্যোতনায়
দেখেছি আমিও নিষ্পলকে
কাজলকালো সুবর্ণ।
প্রেম
বলধর, পবিত্র, অভ্রভেদী
বাঁচায় সুখে, মারে যাতনায়
পাবো না কি কখনো দেখা
জ্বলন্ত সুখের শেকড় ?
বিরহ
অশান্ত, নিষ্ঠুর, তপ্তময়
হত্যা করে জীবন্ত, দুঃখে হাসে
দেখেছে যে সেই জানে সে কত
হিংস্র প্রাণী।
স্মৃতি
অবিনাশী, অনন্ত
জাগে বারংবার, কাঁদায়,জ্বালায়
কখনো কি হবে না বিলুপ্ত
অসভ্য আকৃতি?
অপরূপ, নিরুপম
চূর্ণ করে শিলা, ডাকে দ্যোতনায়
দেখেছি আমিও নিষ্পলকে
কাজলকালো সুবর্ণ।
প্রেম
বলধর, পবিত্র, অভ্রভেদী
বাঁচায় সুখে, মারে যাতনায়
পাবো না কি কখনো দেখা
জ্বলন্ত সুখের শেকড় ?
বিরহ
অশান্ত, নিষ্ঠুর, তপ্তময়
হত্যা করে জীবন্ত, দুঃখে হাসে
দেখেছে যে সেই জানে সে কত
হিংস্র প্রাণী।
স্মৃতি
অবিনাশী, অনন্ত
জাগে বারংবার, কাঁদায়,জ্বালায়
কখনো কি হবে না বিলুপ্ত
অসভ্য আকৃতি?
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন