অপেক্ষার বাঁধন ছিড়ে আসবেই সেই পূর্ণিমার রাত,
প্লাবিত করবে ধরণীর কালো; শীতল জ্যোৎস্না প্রপাত।
হাসির অন্তরালে গজিয়েছে যত মলিন বৃক্ষের শেকড়,
মাতাল নৃত্যে মাতবে সেদিন দেখে প্রতীক্ষিত চন্দ্রকর।
বিষন্নতায় ঢুলন্ত নয়ন সেদিন সজীব হবে মালশ্রীর সুরে,
সুখলতায় ছাওয়া আঙ্গিনায় ভাদ্দুরে বৃষ্টি ঝরবে অঝোরে।
নিরালস্যে স্নিগ্ধ শিশিরেরা জেগে থাকবে ভোরের দর্শনে,
চরণে তোমার লুটুবে তারা বিমোহিত রূপের আকর্ষণে।
অভিমান ভুলে নিস্তরঙ্গ নদীটি জেগে উঠবে উদ্দীপনায়,
সচতুর বাতাস উড়াবে কেশ তোমার ডেকে দ্যোতনায়।
পথভ্রষ্ট হবেনা তুমি আঁধারের ইন্দ্রজালে অতন্দ্র পাহারায়,
অঙ্গীকারের আড়ালে ভ্রমর বাধবে বাসা অতুল দক্ষতায়।
পাবে বিশল্যতা যার অপেক্ষায় ছিলে অশোক কাননে।
বিজিত মুকুটে নীলাচলে বসবে তুমি সম্রাজ্ঞী আসনে।
সেদিন ক্রুশবিদ্ধ হবে সাফল্য তোমার তেজদীপ্ত সাধনায়,
হয়তোবা সেদিন তুমি পূর্ণতার হিসাব কষবে নির্ভাবনায়।
তবে জাগবে একদিন, ডাকবে সুনিপুন স্পর্শের যন্ত্রনায়,
ফেরা হবেনা আমার, মায়াময় সবুজে জেগে চিরনিদ্রায়।
প্লাবিত করবে ধরণীর কালো; শীতল জ্যোৎস্না প্রপাত।
হাসির অন্তরালে গজিয়েছে যত মলিন বৃক্ষের শেকড়,
মাতাল নৃত্যে মাতবে সেদিন দেখে প্রতীক্ষিত চন্দ্রকর।
বিষন্নতায় ঢুলন্ত নয়ন সেদিন সজীব হবে মালশ্রীর সুরে,
সুখলতায় ছাওয়া আঙ্গিনায় ভাদ্দুরে বৃষ্টি ঝরবে অঝোরে।
নিরালস্যে স্নিগ্ধ শিশিরেরা জেগে থাকবে ভোরের দর্শনে,
চরণে তোমার লুটুবে তারা বিমোহিত রূপের আকর্ষণে।
অভিমান ভুলে নিস্তরঙ্গ নদীটি জেগে উঠবে উদ্দীপনায়,
সচতুর বাতাস উড়াবে কেশ তোমার ডেকে দ্যোতনায়।
পথভ্রষ্ট হবেনা তুমি আঁধারের ইন্দ্রজালে অতন্দ্র পাহারায়,
অঙ্গীকারের আড়ালে ভ্রমর বাধবে বাসা অতুল দক্ষতায়।
পাবে বিশল্যতা যার অপেক্ষায় ছিলে অশোক কাননে।
বিজিত মুকুটে নীলাচলে বসবে তুমি সম্রাজ্ঞী আসনে।
সেদিন ক্রুশবিদ্ধ হবে সাফল্য তোমার তেজদীপ্ত সাধনায়,
হয়তোবা সেদিন তুমি পূর্ণতার হিসাব কষবে নির্ভাবনায়।
তবে জাগবে একদিন, ডাকবে সুনিপুন স্পর্শের যন্ত্রনায়,
ফেরা হবেনা আমার, মায়াময় সবুজে জেগে চিরনিদ্রায়।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন