তুমি বললে এক কথাতে
নয়ন বন্ধ করে,
স্টেডিয়ামের মাঝখানে
দাঁড়াব কান ধরে।
লজ্জা ভুলে সহস্রবার
করে যাব উঠবস।
সাত সকালে চাইলে খাব
তিতা করলার রস।
হাসলে হাসুক জগৎবাসী
খদ দিবোযে নাকে।
ভুল হবেনা আর কোনদিন,
জীবন চলার বাঁকে।
তাতেও যদি মন না গলে,
না আসো আর ফিরে।
তাবিজ, কবচ করব তোমায়,
জ্বীনে রাখবে ঘিরে।
সুযোগ পেলেই মুচড়ে দিবে
ঘাড়ের বাঁকা রগ।
বুঝবে তুমি সেদিন ক্যামনে
ডিম পারে মোরগ।
বি: দ্র: বিপদের সময় হাসতে নেই।
নয়ন বন্ধ করে,
স্টেডিয়ামের মাঝখানে
দাঁড়াব কান ধরে।
লজ্জা ভুলে সহস্রবার
করে যাব উঠবস।
সাত সকালে চাইলে খাব
তিতা করলার রস।
হাসলে হাসুক জগৎবাসী
খদ দিবোযে নাকে।
ভুল হবেনা আর কোনদিন,
জীবন চলার বাঁকে।
তাতেও যদি মন না গলে,
না আসো আর ফিরে।
তাবিজ, কবচ করব তোমায়,
জ্বীনে রাখবে ঘিরে।
সুযোগ পেলেই মুচড়ে দিবে
ঘাড়ের বাঁকা রগ।
বুঝবে তুমি সেদিন ক্যামনে
ডিম পারে মোরগ।
বি: দ্র: বিপদের সময় হাসতে নেই।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন