এক কবি তার বউয়ের জন্য লিখেছিলেন পদ্যঃ
সোনা আমার,মনি আমার, জীবনভরা মদ্য,
তুমি যখন আছে থাক লাগে কি যে ভালো।
চলে গেলে ফুরিয়ে যায় জীবন থেকে আলো ।
একটু পরে ঘরের মধ্যে এলেন কবির স্ত্রী,
তাকে দেখে কবির মেজাজ চড়লো বেজায়,কী,
আবার তুমি এলে কেন বাগড়া দিতে আজ?
দোহাই তোমার,দাও আমাকে একটু করতে কাজ।
রুশ কবি রসুল হামজাটফ ।(অনুবাদ-আবুল হোসেন)
সোনা আমার,মনি আমার, জীবনভরা মদ্য,
তুমি যখন আছে থাক লাগে কি যে ভালো।
চলে গেলে ফুরিয়ে যায় জীবন থেকে আলো ।
একটু পরে ঘরের মধ্যে এলেন কবির স্ত্রী,
তাকে দেখে কবির মেজাজ চড়লো বেজায়,কী,
আবার তুমি এলে কেন বাগড়া দিতে আজ?
দোহাই তোমার,দাও আমাকে একটু করতে কাজ।
রুশ কবি রসুল হামজাটফ ।(অনুবাদ-আবুল হোসেন)
সংগ্রহে: আমিন পরবাসী ভায়া শ্রদ্ধেয় ছাইরাছ হেলাল।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন