ক্ষণজন্মা আজ তুমি অগ্নিজলে ডুববে, জানি-
পুড়বে তুমি, সাথে পোড়াবে জরাহীন আর্জুনি।
ঝরা পাতার স্তুপটি জ্বলবে দাউ-দাউ করে,
পোষা নক্ষত্ররা পালিয়ে যাবে বিকট চিৎকারে।
কেউ আসবেনা নিকষ আঁধারে জঞ্জাল পেরিয়ে-
অগ্নিজলে করবেনা সন্তরণ উদ্ধত বুকে জড়িয়ে।
প্রভাতের সঙ্কুচিত দৃষ্টিতে ঝরবে বিদ্রুপের লাভা,
ঊর্ধদৃষ্টিতে নিজেই নিজেকে হারাবে, বিলুপ্ত শোভা।
পালাচ্ছে তোমার সকল চন্দ্রধর, বৈরী জ্যোৎস্নায়-
বলেছিলো যারা আঁকবে তোমার মুখ পদ্মঈষীকায়।
কালো ধোয়ায় আচ্ছাদিত নির্মুক্ত নীল আকাশ,
প্রকম্পিত ধরণী! কি খুঁজছো? যন্ত্রণার নিকাশ?
ভয় পেয়োনা, আসছি, অগ্নিগর্ভেই বুকে জড়াবো।
পরিপুষ্ট বক্ষে পুষিত আগুনে আগুন পোড়াব।
পুড়বে তুমি, সাথে পোড়াবে জরাহীন আর্জুনি।
ঝরা পাতার স্তুপটি জ্বলবে দাউ-দাউ করে,
পোষা নক্ষত্ররা পালিয়ে যাবে বিকট চিৎকারে।
কেউ আসবেনা নিকষ আঁধারে জঞ্জাল পেরিয়ে-
অগ্নিজলে করবেনা সন্তরণ উদ্ধত বুকে জড়িয়ে।
প্রভাতের সঙ্কুচিত দৃষ্টিতে ঝরবে বিদ্রুপের লাভা,
ঊর্ধদৃষ্টিতে নিজেই নিজেকে হারাবে, বিলুপ্ত শোভা।
পালাচ্ছে তোমার সকল চন্দ্রধর, বৈরী জ্যোৎস্নায়-
বলেছিলো যারা আঁকবে তোমার মুখ পদ্মঈষীকায়।
কালো ধোয়ায় আচ্ছাদিত নির্মুক্ত নীল আকাশ,
প্রকম্পিত ধরণী! কি খুঁজছো? যন্ত্রণার নিকাশ?
ভয় পেয়োনা, আসছি, অগ্নিগর্ভেই বুকে জড়াবো।
পরিপুষ্ট বক্ষে পুষিত আগুনে আগুন পোড়াব।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন