তোকে প্রবাহিত হতে দেখেছি তাদের শিরায় শিরায়, তোর ফেনিল পারদে বেদিক হয়ে কেউ কেউ নেমেছিলো কাল জলের প্রভাত স্নানে কিংবা মেতে ছিলো সূর্য অপেক্ষমান শিশিরের মুগ্ধতায়। দক্ষ শিকারীর ভঙ্গিমায় কেউ কেউ উপড়ে ফেলেছিলো উড়ন্ত পাখির শুভ্র পালক, হয়তোবা কারো দৃষ্টিক্ষুধায় ধূসর হয়েছিল সবুজ শেকড়। প্রলম্বিত হয়েছে কারো অন্ধরেখা তোর পর্ণমোচী সম্মোহনে। তাই বলে কি পেরেছিলি অমর হতে? কখনো ছুঁয়েছিলি সংকল্পের পর্বতচূড়া বিসর্পিত বাতেল্লায়?
জানি না, নিশ্ছিদ্র এই নিরেট দেয়াল টপকে কিভাবে সামনে এসে দাঁড়ালি, হৃদয়ের কার্নিশে বসত গেড়েছে অজস্র প্রাসাদকুক্কুট যারাই কিনা একদা আমাকে দমাতে পুঁড়িয়েছে আপন পাখা, অহর্নিশ করেছে পূঁজো শশ্মান ঘাটে।
জানি না, নিশ্ছিদ্র এই নিরেট দেয়াল টপকে কিভাবে সামনে এসে দাঁড়ালি, হৃদয়ের কার্নিশে বসত গেড়েছে অজস্র প্রাসাদকুক্কুট যারাই কিনা একদা আমাকে দমাতে পুঁড়িয়েছে আপন পাখা, অহর্নিশ করেছে পূঁজো শশ্মান ঘাটে।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন