ভর দুপুরে জলে ভাসে
তাজা মাথার খুলি।
সাংবাদিকের সাথে গিয়ে,
সবাই ছবি তুলি।
পরিচয় তার জানে না কেউ,
কোন গ্রামেই বা তার বাস।
আশেপাশের সবাই বলে,
ইশ একি সর্বনাশ!
হঠাৎ করে দৌড়ে এসে,
মা খুঁজে তার ছেলে।
ছেলে তার বলে না কথা,
চোখে আগুন জ্বলে।
অন্ধ মায়ের কান্না ভাসে,
সবুজ শ্যামল দেশে।
বোন কাঁদে তার ভাই-এর জন্য
বিচার পায় না শেষে।
দেশটারে কে খেলো গিলে,
আর খাবে কত দিন?
সময় বাপু আসছে তেড়ে,
শোধ করতে হবে ঋণ।
তাজা মাথার খুলি।
সাংবাদিকের সাথে গিয়ে,
সবাই ছবি তুলি।
পরিচয় তার জানে না কেউ,
কোন গ্রামেই বা তার বাস।
আশেপাশের সবাই বলে,
ইশ একি সর্বনাশ!
হঠাৎ করে দৌড়ে এসে,
মা খুঁজে তার ছেলে।
ছেলে তার বলে না কথা,
চোখে আগুন জ্বলে।
অন্ধ মায়ের কান্না ভাসে,
সবুজ শ্যামল দেশে।
বোন কাঁদে তার ভাই-এর জন্য
বিচার পায় না শেষে।
দেশটারে কে খেলো গিলে,
আর খাবে কত দিন?
সময় বাপু আসছে তেড়ে,
শোধ করতে হবে ঋণ।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন