তুমি কি ভেবেছিলে খুব সহজেই দুমড়ে যাব? বিলীন হব?
তুমি কি ভুলে গিয়েছিলে আমি বাঁচি বক্ষে ধরে রুক্ষ প্রবাল?
দৈত্তহাসিতে কম্পমান আকাশে আমি নিরন্তর উড়াই ঘুড়ি?
অবয়বে মেখে উত্তপ্ত সূর্যাধুলি করেছি কত রৌদ্রবিলাস?
অতীতে আমার তিনকাল তুমিই জানতে! কি ভেবেছিলে?
মনে আছে কি নিতম্ব নেবুর সুভাষে আমি হইনি আত্মহারা?
বিদ্ধ হয়ে আমি করিনি সন্তরণ ছল ধরা আঁখির জলস্ফীতিতে?
উচ্চশির নত করিনি তোমার পুরন্ত যৌবনের জ্বলন্ত শিখায়?
পূঁজনীয় বিশ্বাস হাতে এসেছিলে গোধূলি বেলায় ফিরিয়ে দেইনি,
স্বখাদ সলিলে মুমূর্ষ তোমাকেই দেখিয়েছি গগনের উল্টো পৃষ্ঠা!
কিভাবে ভাবলে আমায় জ্বালাবে?আমিই জ্বালাই,পোড়াই, উড়াই!
আমার নয়!অনুতপ্তের বারুদ সেতো জ্বলবে তোমার নিকুঞ্জে!
তুমি কি ভুলে গিয়েছিলে আমি বাঁচি বক্ষে ধরে রুক্ষ প্রবাল?
দৈত্তহাসিতে কম্পমান আকাশে আমি নিরন্তর উড়াই ঘুড়ি?
অবয়বে মেখে উত্তপ্ত সূর্যাধুলি করেছি কত রৌদ্রবিলাস?
অতীতে আমার তিনকাল তুমিই জানতে! কি ভেবেছিলে?
মনে আছে কি নিতম্ব নেবুর সুভাষে আমি হইনি আত্মহারা?
বিদ্ধ হয়ে আমি করিনি সন্তরণ ছল ধরা আঁখির জলস্ফীতিতে?
উচ্চশির নত করিনি তোমার পুরন্ত যৌবনের জ্বলন্ত শিখায়?
পূঁজনীয় বিশ্বাস হাতে এসেছিলে গোধূলি বেলায় ফিরিয়ে দেইনি,
স্বখাদ সলিলে মুমূর্ষ তোমাকেই দেখিয়েছি গগনের উল্টো পৃষ্ঠা!
কিভাবে ভাবলে আমায় জ্বালাবে?আমিই জ্বালাই,পোড়াই, উড়াই!
আমার নয়!অনুতপ্তের বারুদ সেতো জ্বলবে তোমার নিকুঞ্জে!
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন