কোথায় রয়েছে লুকানো অজর তারুণ্যধর অসংখ্য নীল শাখার ভিড়ে?
খুঁজি উন্মেষিত নয়নে দিক থেকে দিগন্তে নন্দিত মহীর বুক চিঁড়ে।
বিদাহী হৃদয়ে খুঁজি মাজুর প্রভাতে উড়ে চৌকস বিহঙ্গের পাঁখে,
মেলে না দেখা তার জানিনা জন্মে কোন অচিন কুল-শীল শাখে।
রাজ-রোগে শায়িত অসাড় রাজধানীতে দেখি ভরদুপুরে সূর্যাস্ত,
কালোমেঘে ঢাকা পরে পূর্নিমার আলো অভাজন মনে হয়ে পরাস্ত।
কাঁজল পাখির অশ্রু ফোয়ারায় দেখি বিবর্ণ নীলসাগরের জল,
কিশলয় ঝড়ে পরে অযাচিত ক্রোধে দেখে শত পাথুরিয়া ছল।
মানমন্দিরেও মেলেনা তোমার খোঁজ, নিগৃহিত জীবন্ত শেঁকড়,
নিষ্করুণ অবহেলায়, তেজস্ক্রিয় মৃত্তিকার বুকে ব্যার্থতার আকর।
খুঁজি উন্মেষিত নয়নে দিক থেকে দিগন্তে নন্দিত মহীর বুক চিঁড়ে।
বিদাহী হৃদয়ে খুঁজি মাজুর প্রভাতে উড়ে চৌকস বিহঙ্গের পাঁখে,
মেলে না দেখা তার জানিনা জন্মে কোন অচিন কুল-শীল শাখে।
রাজ-রোগে শায়িত অসাড় রাজধানীতে দেখি ভরদুপুরে সূর্যাস্ত,
কালোমেঘে ঢাকা পরে পূর্নিমার আলো অভাজন মনে হয়ে পরাস্ত।
কাঁজল পাখির অশ্রু ফোয়ারায় দেখি বিবর্ণ নীলসাগরের জল,
কিশলয় ঝড়ে পরে অযাচিত ক্রোধে দেখে শত পাথুরিয়া ছল।
মানমন্দিরেও মেলেনা তোমার খোঁজ, নিগৃহিত জীবন্ত শেঁকড়,
নিষ্করুণ অবহেলায়, তেজস্ক্রিয় মৃত্তিকার বুকে ব্যার্থতার আকর।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন