অনক্ষ বৃক্ষের ঝরে পরা স্বপ্নগুলো ভিড় জমায়,
সলাজে আবছা আলোতে তার মনের আল্পনায়।
নিরুদ্ধ যন্ত্রণার দুর্বিপাকে নিখোঁজ সুখের পরব,
মুদিত নয়নে আজ দুর্বিনেয় কষ্টের নীল বরফ।
অমর্ষের আড়ালে সতেজ স্বপ্নগুলো ছিল উচ্ছ্বাসিত,
অস্পর্শের যাতনে যারা আজ পথ হারিয়ে নির্বাসিত।
অহমের প্রচ্ছাদনে নিকষ দুর্বিগ্রহে আজ নিপিষ্ট প্রণয়,
সফেদ স্বপ্নগুলো ভাসে দিগ-দিগন্তে করতে সুখ নির্ণয়।
সলাজে আবছা আলোতে তার মনের আল্পনায়।
নিরুদ্ধ যন্ত্রণার দুর্বিপাকে নিখোঁজ সুখের পরব,
মুদিত নয়নে আজ দুর্বিনেয় কষ্টের নীল বরফ।
অমর্ষের আড়ালে সতেজ স্বপ্নগুলো ছিল উচ্ছ্বাসিত,
অস্পর্শের যাতনে যারা আজ পথ হারিয়ে নির্বাসিত।
অহমের প্রচ্ছাদনে নিকষ দুর্বিগ্রহে আজ নিপিষ্ট প্রণয়,
সফেদ স্বপ্নগুলো ভাসে দিগ-দিগন্তে করতে সুখ নির্ণয়।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন