
লিখাটি আমি শব্দনীড়ের লেখক শ্রদ্ধেয় মুরুব্বী ও মহাকালের প্রতিচ্ছবি কে উত্সর্গ করলাম। আমি লিখতে জানি না। দরজার ওপাশে দাড়িয়ে আমার হাতে কলম তুলে দিয়ে যারা আমাকে অনুপ্রানিত করে আসছেন সর্বক্ষণ তাদের এই দু'জনের নামে আমি আমার এই কবিতা লিখনের ক্ষুদ্র প্রয়াসটিকে উত্সর্গ করলাম। আমার শ্রদ্ধা জানবেন আপনার দু'জন।
পূর্ণতা পেত আমার দিনমান সাঝের মন্দানিলে
করে স্নান তিতাসের সুরেলা লহরীর ঝংকায়।
আজ অপরূপ যন্ত্রনায় কাতর ক্রমশ নিজেকে গুটাচ্ছে
স্রোতহীনতায় পর্যাকুল মানবকুল রয়েছে শংকায়।
কলংকের সাক্ষী হয়ে সূর্য অস্তে যায় নিদারুন কষ্টে,
মুগ্ধতা নিতে আসা আমি ক্রুশবদ্ধ আধারের প্রহেলিকায়।
বিজয় মুকুট পরিহিত স্রোতসিনীতে ভাসে কলঙ্কিত কচুরীপানা
ভাসে অবয়ব সেই ধর্ষিত আত্মহননকারী কিশোরীর।
বালক মাঝির খেয়ায় জন্মদাতা পাড়ি জমায়...