সময়ের স্রোতের ভেলায় আধখেঁচড়া বছরের
শেষ সূর্যটিও অস্তে যাচ্ছে অনাবৃষ্টির যাতনে ।
ড্যাবরা চোখে তাকিয়ে গিলছি ব্যাঙ্গমীর দুর্বাক্য।
তোমার ক্রোধানলে ছোঁড়া শেষ প্রতিজ্ঞাবাণে
আজ বুঝি ধুঁলোয় লুটোতেই হবে চিরন্তনে।
দিগন্তরেখা ছোঁয়ার মত বিস্ময়কর প্রত্যাশায় লালিত -
কোনো এক ঋতুতে তোমার প্রত্যাগমনের উন্মাদ স্বপ্ন,
কালবৈশাখের মেঘাচ্ছন্ন আকাশ, সাথে ঝড়ের তান্ডব
জীবনাশঙ্কা ভুলে অনিমেষে দেখেছি তোমার চলে যাওয়া।
ছন্দে-বন্দে গ্রীষ্ম কাটিয়েছি অক্ষুব্ধ চিত্তে,
অস্পন্দিত হৃদয়ের উপাসনা ছিলো বর্ষার তরে,
খরতাপের যন্ত্রণায় অভিমান ভুলে তুমি আসবে
কদম্ব তলে হৃদয় ভেজাবে আষাঢ়ের জলে,
ঝিরিঝিরি বৃষ্টির সুরের ঝংকারে মুছে যাবে যত নির্লিপ্ততা।
শরৎ-এর মেঘহীন জাজ্বল্য-মান নগ্ন ক্যানভাসে
অশ্রু রঙে এঁকে ছিলাম চন্দ্রামুখির পুষ্পাহাসি।
শ্যাওলা আবৃত বুক ছেঁদ করে বালি-হাঁসের ডানায় চঁড়ে,
ভেবেছিলাম তুমি...