সমুদ্রে মিশে যাওয়া এক ফোঁটা শিশিরের খোঁজে-
দুলছে ক্লান্ত দেহ, সূর্যরাগে কুঁচকানো কপালে
যতি চিহ্নের শেষে দাঁড়িয়ে থাকা, অনুক্ত শব্দেরা
ঘুরছে চক্রাকারে। দ্রোহী পায়রার দল মেতেছে-
গুঞ্জনে বন্ধ্যা মেঘদের সাথে। শুন্যবাদে বিশ্বাসী
রুমালে অঙ্কিত স্থিত হাসিতে ধ্বংসের আমন্ত্রণ।
উন্মাদ বাতাসের বিপরীতে দাঁড়িয়ে, তুলে আনা-
তৃষ্ণার জলটুকু গড়িয়ে পরে আঙ্গুলের ফাঁকে।
প্রমূর্ত শূন্যদৃষ্টিতে তাকিয়ে থাকি, খেরোখাতার
পৃষ্ঠায় লুকায়িত দুর্নিরীক্ষ্য স্বপ্নের সানুদেশে।
কে যেন এসে স্পর্শ করে যায় নিষিদ্ধ অন্ধকারে,
বাতাসের আড়ালে ঢেকে তার নিঃশ্বাসের নিনাদ।
সন্তর্পণে গড়ে তোলা উদ্যানে মাকড়সা বুনছে
নধর জাল। অঙ্কুরে বিনাশ জুয়াড়ির স্বপন।
দুলছে ক্লান্ত দেহ, সূর্যরাগে কুঁচকানো কপালে
যতি চিহ্নের শেষে দাঁড়িয়ে থাকা, অনুক্ত শব্দেরা
ঘুরছে চক্রাকারে। দ্রোহী পায়রার দল মেতেছে-
গুঞ্জনে বন্ধ্যা মেঘদের সাথে। শুন্যবাদে বিশ্বাসী
রুমালে অঙ্কিত স্থিত হাসিতে ধ্বংসের আমন্ত্রণ।
উন্মাদ বাতাসের বিপরীতে দাঁড়িয়ে, তুলে আনা-
তৃষ্ণার জলটুকু গড়িয়ে পরে আঙ্গুলের ফাঁকে।
প্রমূর্ত শূন্যদৃষ্টিতে তাকিয়ে থাকি, খেরোখাতার
পৃষ্ঠায় লুকায়িত দুর্নিরীক্ষ্য স্বপ্নের সানুদেশে।
কে যেন এসে স্পর্শ করে যায় নিষিদ্ধ অন্ধকারে,
বাতাসের আড়ালে ঢেকে তার নিঃশ্বাসের নিনাদ।
সন্তর্পণে গড়ে তোলা উদ্যানে মাকড়সা বুনছে
নধর জাল। অঙ্কুরে বিনাশ জুয়াড়ির স্বপন।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন