শুক্রবার, ২০ জুন, ২০১৪

স্বর্গের মেঘ পরী

আজ খুঁজছে ধরণী স্বর্গের মেঘ পরী-
হন্য হয়ে, ফেলে যাওয়া তার চিহ্ন ধরে।
খুঁজছে স্বজনে,
অবোধ বদনে,
উৎসুক নয়নে।
খুঁজছে সবাই সেই অজ্ঞাত স্টেশনে।
খুঁজছে সূর্যাস্তের শেষ চিত্রল ট্রেনে।


সর্বত্রগামিনী মেতেছিলো সহযাত্রী হয়ে,
স্পষ্টিত আপন গন্তব্যের বৈধ উচ্ছ্বাসে।
আঁধারের গর্ভে প্রসবিত প্রফুল্ল জ্যোৎস্নায়-
যখন পরিস্ফুটিত হয়ছে তার অচিন মুখ;
নদীতে এসেছে বান,
ভুবন করেছে স্নান,
সেতার ধরেছে তান।
অনর্থক মায়াজালে বন্দী সন্ধ্যা বাতাসে-
মাতিয়েছে উল্লাসে, সৃষ্টি করে অগ্রণী বন্ধন,
হৃদয়ের অভ্যন্তর দখলে বসত গেঁড়ে চিরস্থায়ী।


অলীক সময়ের রূঢ় বিদ্রুপ নির্যাসে আজ
বিস্তৃত মায়ার শেকড় এই ধোঁয়াটে নিশিতে।

উৎসর্গ : সোনেলার ব্লগার স্বর্গের মেঘ পরীকে। আমাদের সহযোদ্ধা হিসেবে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ।

0 মন্তব্য:

Facebook Comments by প্রহেলিকা

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by প্রহেলিকা