১
চৈত্র তাপর বিষ
পান করে কালো পাহাড়
জ্বলে অহর্নিশ।
পান করে কালো পাহাড়
জ্বলে অহর্নিশ।
২
অবরুদ্ধ নীল
মিশে যায় বৃষ্টির সাথে
খোলে রুদ্ধ খিল।
অবরুদ্ধ নীল
মিশে যায় বৃষ্টির সাথে
খোলে রুদ্ধ খিল।
৩
নিশ্ছিদ্র দেয়াল
বিস্তৃত অলীক জোছনা
বিদীর্ণ খেয়াল।
নিশ্ছিদ্র দেয়াল
বিস্তৃত অলীক জোছনা
বিদীর্ণ খেয়াল।
৪
সচকিত নড়ে
ঝুলন্ত কিশোর পোশাক
জড়তার ভরে।
সচকিত নড়ে
ঝুলন্ত কিশোর পোশাক
জড়তার ভরে।
৫
অপেক্ষায় বয়স বাড়ে
অশুদ্ধ ভাবনায়
জীবনকে দেয় সায়।
অপেক্ষায় বয়স বাড়ে
অশুদ্ধ ভাবনায়
জীবনকে দেয় সায়।
৬
পথের প্রান্তে নূতন পথ,
দ্বিধা পূর্ণ মন,
জয়ী বিচক্ষণ।
দ্বিধা পূর্ণ মন,
জয়ী বিচক্ষণ।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন