সভ্যতার দৈত্য দখল করেছে হোগলার বন
আধুনিক সৌখিনের ক্রুশে বিদ্ধ দক্ষ কারিগর,
এক টুকরো খড়ের খুঁজে চষে হাজারো প্রাঙ্গন,
তবুও মেলে না দেখা ক্রান্তিকালে, বিবর্ণ নগর।
বৃষ্টিতে জুবুথুবু, ছুটে আসে নিরাপত্তার খোঁজে,
অনর্থক কড়া নাড়ে বিবাদে লিপ্ত প্রাসাদ দ্বারে;
যারা কর্তন করছে পৌরাণিক বৃক্ষ চোখ বুঁজে,
যারা দলছে আপন নীড় উন্নয়নের আঁধারে।
স্বচ্ছ কাঁচ জানালায় আটকে থাকা ত্রস্ত দু'চোখ,
প্রকম্পিত ডানা ঝাপটায় আশ্রয়ের আর্তনাদে,
কোমল শয্যায় সুপ্তি মোহে প্রসারিত দৃষ্টিসুখ,
সুধীর দৃশ্যপট, অনিমেষে তাকায় নির্বিবাদে।
ক্লান্ত দুপুরে আষাঢ়ে বৃষ্টির অদ্ভুত দ্যোতনায়,
বিদ্রুপের প্রলেপে ঠাঁই পায় বিলুপ্তের পৃষ্ঠায়।
আধুনিক সৌখিনের ক্রুশে বিদ্ধ দক্ষ কারিগর,
এক টুকরো খড়ের খুঁজে চষে হাজারো প্রাঙ্গন,
তবুও মেলে না দেখা ক্রান্তিকালে, বিবর্ণ নগর।
বৃষ্টিতে জুবুথুবু, ছুটে আসে নিরাপত্তার খোঁজে,
অনর্থক কড়া নাড়ে বিবাদে লিপ্ত প্রাসাদ দ্বারে;
যারা কর্তন করছে পৌরাণিক বৃক্ষ চোখ বুঁজে,
যারা দলছে আপন নীড় উন্নয়নের আঁধারে।
স্বচ্ছ কাঁচ জানালায় আটকে থাকা ত্রস্ত দু'চোখ,
প্রকম্পিত ডানা ঝাপটায় আশ্রয়ের আর্তনাদে,
কোমল শয্যায় সুপ্তি মোহে প্রসারিত দৃষ্টিসুখ,
সুধীর দৃশ্যপট, অনিমেষে তাকায় নির্বিবাদে।
ক্লান্ত দুপুরে আষাঢ়ে বৃষ্টির অদ্ভুত দ্যোতনায়,
বিদ্রুপের প্রলেপে ঠাঁই পায় বিলুপ্তের পৃষ্ঠায়।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন