কখনোতো তোমার নিশানা লক্ষভ্রষ্ট হয়নি !
হারানোর শঙ্কারোধে যে বৃক্ষের বিস্তীর্ণ কোটরে
তুমি ঢিল ছুঁড়ে ছিলে তিন বার করে সহস্রবার,
সে কোটরের অনেকটা আজও শুন্যতায় ভরাট,
রয়েছে হাতের নাগালেই পাথরের সুবিশাল সমুদ্র।
তবে আজ কেন বৃষ্টির জলে স্নান করে অশ্রুমালা,
একাকীত্বের মোড়কে জনারণ্যে খুঁজে বেড়াও সহযাত্রী!
হারানোর শঙ্কারোধে যে বৃক্ষের বিস্তীর্ণ কোটরে
তুমি ঢিল ছুঁড়ে ছিলে তিন বার করে সহস্রবার,
সে কোটরের অনেকটা আজও শুন্যতায় ভরাট,
রয়েছে হাতের নাগালেই পাথরের সুবিশাল সমুদ্র।
তবে আজ কেন বৃষ্টির জলে স্নান করে অশ্রুমালা,
একাকীত্বের মোড়কে জনারণ্যে খুঁজে বেড়াও সহযাত্রী!
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন