জানি চাইবে না,
উষ্ণ চুম্বনে অমিয় নিস্তব্ধতায়
ডুবে যাক শরতের পুরোটা বেলা, ভারসাম্যহীন কম্পন ঘোরে
ছুয়ে দেক বিচলিত আঙ্গুলেরা, বর্ধিত হোক শ্বাসের ধ্বনি।
আকাশের সমস্ত নীল বাঁধা আঁচলে
দুদোল হাতে শিহরিত স্বেদকণা মুছে,
বলবে না চল যাই; নৈসর্গিক এক সন্ধ্যা নামাই
প্রেমকে বেঁধে দেই একই কামনার সুঁতোয়।
জানি থাকবে না,
চাতক চোখে তাকিয়ে কোন শুভেচ্ছা বার্তার,
উস্কে দিয়ে অপেক্ষাকে কাটাবে না আজ ধীর বিকেল,
ভেজাবে না চোখের কাজল একটু দেরী হলে।
তবুও জ্বালাবো আজ আঁধার পোহানো সন্ধ্যা প্রদীপ,
থাকুক যত বন্ধকী ঋণ সাজাবো আজ অবিন্যস্ত দিন,
জানাতে তোমায় মৃদু স্বরে শুভ হোক জন্মদিন।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন