শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৪

চলে আস তুমি

নদী তুমি কেন আমার বুকে আছড়ে পড়না ?
দেখো পুষ্পমাসে বাজে বুকে মাঘোত্সবের মাদল। 
পক্ককেশের আড়ালে নিজেকে কেন রাখো লুকিয়ে ?
তোমারি অভাবে ভাসে নীল আকাশে কালো মেঘের দল।  

পিপাসিনী হয়ে তুমি কেন করছ পায়তারা ?
বিশ্বস্ত এই বিশাল বুকে কেন করনা আঁখিপাত।
কেন ভিজাও না চরণ দুটি আমার নিশাজলে ?
তোমারি অভাবে হৃদয়ে ঘটে অবিরত উল্কিপাত।  

চলে আস তুমি এই বুকের শূন্য নগরীতে, 
তোমারি অজ্ঞাপনে করব ফের নগরকীর্তন।
মূদ্রিত হবে সুখের কাব্য, ধরনীর বুকে উচ্ছাস ,
খেয়াঘাটে ভিড়বে তরী,রবে পাখির কূজন। 

0 মন্তব্য:

Facebook Comments by প্রহেলিকা

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by প্রহেলিকা