শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৪

ছাপ

আমার যত দূর্বলতাছিল রাতের আঁধারে,
কালো আঁধারে বাধা পেত আমার স্বপন।  
অপলক  তাকিয়ে থাকা আলোর খোঁজে,
হঠাৎ পাখী ডাকে নেমে আসে ভোর,
শেষ হত আমার নির্ঘুম রাত্রি যাপন। 

 খুব বেশি ভর করে ফেলেছিলাম তিতাসের উপর,
ভাসমান তিতাসের স্রোতের কল কল ধ্বনি 
এনে দিতো স্বপ্ন হাজার। 
পরিশুষ্ক বক্ষে আজ আর কোনো সুর ভাসে না,
তবুও বিশ্বাস রয়ে যায় অমর, বয়ে আনে শক্তি-
নতুন স্বপ্ন বোনার। 

তখন বুকটা ছিল নরম কাদামাটির মত,
অহরাত্রিতে যখন খুশি বসিয়েছিলো অনয়াসে ,
উদ্ধত আঙুলের ছাপ। 
শুকিয়ে গেছে মাটি,ছাপ রয়ে গেছে চিরস্থায়ী,
তাকিয়ে থাকি আজও সেই নিভু আলোর দিকে
যেটাই ছিল জীবনের বড় পাপ। 

শক্ত হয়ে যাওয়া আমার এই মাটির বুকে 
এখন আর কোনো ছাপ পরে না,
কারো বিশ্বাসের ছাপ  নিতে আমিও রাজি না। 
অন্ধকারেই কাটাই নিশি, নির্ঘুম স্বপ্নবিহীন,
তবুও সেই বিষাক্ত ছাপের ধার ধারি না।

0 মন্তব্য:

Facebook Comments by প্রহেলিকা

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by প্রহেলিকা