কেটে যায় সারারাত বাতাসের সুড়সুড়িতে,
অচল বোধের শায়রে বসে
প্রশ্নহীন হাত কুড়িয়ে নেই
আস্থার রসদ চুয়ে পরা আঙ্গুলের ভাঁজ।
স্পন্দনহীন পরশে স্বর্গ নেমে আসে
এলোচুলে জন্মে বাহারি দীর্ঘশ্বাস সন্তর্পণে।
সুরেলা কন্ঠে শুনে আঁতেল উক্তি
সৃষ্টি হয় বিশ্বাসী নহর
অদৃশ্য হাতছানিতে কাটে মৌন সাঁতার।
কাদাজলে প্রলম্বিত ফেরার পথ,
পেছনে ভোরের কুয়াশায় গা ঢাকে বাড়ি,
যে বাড়ির ছাদে ঝুলন্ত স্বাধীনতা, নিরন্ধ্র দেয়াল টপকে
আকাশ হয়না কোন সময়ের সাক্ষী।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন