বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০১৪

নির্লিপ্ত সংহার

আজও আমি বেঁচে আছি পাথরের ভারে ফুলে উঠা জলের মত,
কিঞ্চিৎ হাসি জ্বালিয়ে ঠোঁটের কোণে করতালি বাজিয়ে অবিরত।
বেঁচে থাকি আলোর হাঁট ভাঙা আর্তনাদে জীবন্ত হলুদ পাতায়-
ঘর বেঁধে উজ্জ্বল দিনের হত্যাকারী সূর্যাস্তের চোখের মায়ায়।
বাতাসের ঘূর্ণিতে সৃষ্ট আধুনিক নন্দনতত্ত্বের নির্যাস পানে-
বেঁচে আছি, বেঁচে থাকতে হয়, সবুজেরাও যেখানে আঘাত হানে।

আর কত রাত জানালায়, চুমু দিব আঁধারের সুগোল খোঁপায়?
আমিতো একদিন প্রেমিক ছিলাম কোনো কুমারীর হাত রেখায়-
আমি ছিলাম একটি তরল বিন্দু বেখেয়ালে মুছে যাওয়া কালে,
যে দিয়েছিলো পথের সন্ধান স্বপ্নীল পথিকের পাতা ঝরা ডালে।
সদ্য পাওয়া দৃষ্টির পরিমিত বোধে ছুটে গিয়ে থমকে দাঁড়ায়-
সরল পথের বহুমুখী জালে ক্লান্ত হয়ে আবার পথ হারায়।

আজ তবে,
মানচিত্র পেরিয়ে এসে, আদিগন্ত আলোর এই বেনামী শহরে-
অশরীরী বাতাসী বেশে ছুঁয়ে দাও আমায় এই নিঃসঙ্গ প্রহরে।
নীরব অভিযোগের নীল উপত্যকায় গুঁজে দাও বিশ্বাসী মূল,
কপালে লিখে দাও সমাপ্ত বার্তা তির্যক নিঃশ্বাসে ভেঙ্গে দিয়ে ভুল।
বুকে জড়িয়ে নাও সবার অলক্ষ্যে এসে বর্ষার বিহ্বল সন্ধ্যায়-
অমিয় স্পর্শে মুদিত করো চোখদুটো, হলে হোক স্নিগ্ধ অবেলায়।

0 মন্তব্য:

Facebook Comments by প্রহেলিকা

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by প্রহেলিকা