মঙ্গলবার, ৬ মে, ২০১৪

অযোগ্য সন্তান

মাতঙ্গী হয়ে আর তুমি নিশ্চুপ থেকো না, ধরনীতে নেই আর সেই কাপ্তান,
বেসামাল বাতাস তেড়ে আসছে মা, ঘুমিয়ে রয়েছে এখনো তোমার সন্তান।
পরমাদরে আগলে রেখে কি পেয়েছো সংসারে ছাড়া বিধূর ক্ষণ?

নির্মায়িক ধরনীতে বেজন্মা ছেলে নাঁচে দেখে তোমার ঝুলন্ত স্তন।
প্রতিমার সম্মুখেই সহোদরের পেট চিরে করে মাতাল নৃত্য অশঙ্ক চিত্তে,
পদ্মাকরে ভাসমান অসাড় দেহগুলোই তোমাকে বন্দী করে কলঙ্কের বৃত্তে।
দ্যাঁখো আর কেঁদো না, তুমি বরং সানন্দে আত্মহত্যা করো আজ,
যখন পারবেইনা ফিরে যেতে ষোড়শী যৌবনে মুছে কালো লাজ।  

0 মন্তব্য:

Facebook Comments by প্রহেলিকা

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by প্রহেলিকা