শনিবার, ১৭ মে, ২০১৪

প্রহেলিকার আত্মকথন-৩

বিনিপাতে বিপর্যস্ত অদৃশ্য মানবী, দুরত্ব রেখাকে প্রলম্বিত করে নিরুদ্দিষ্ট হয়েছে নিশ্চুপে। পাচ্ছিনা তার কোনো পদচিহ্ন এই অপ্রশস্ত ভোরে; হারিয়েছে কোন পথে অজানা সুরে? বলে যায়নি কিছুই আমাকে; জাগবে কি'না ক্লান্ত হলে এই দু'চোখে কিংবা কৃত্তিম অন্ধকারে রাতের অবসানে। তবে জানি আমি, ধর্ম তার দিনান্তে অমর হবার। ক্লান্ত দেহে বীজ বুনে সে সতেজতার। নিয়ে যায় সুবর্ণময় দ্যোতনায় কল্পরাজ্যের অভিসারে। তার হন্তব্য দৃষ্টিতে শীতল হয় ব্যর্থ দিনের যন্ত্রণার লাভা। তার অস্পর্শতায় জ্বলছি অহরাত্রিতে নির্দয় সন্তাপে। ঘর্মাক্ত শরীরেই আজ অপেক্ষারত সেই মানবীর, যে কিনা রাতের আঁধারে এসে বিমোহিত করতো অযাচিত আলিঙ্গনে।
 
প্রতি নিমিষেই বাড়তে থাকে আলোকরশ্মির ঘনত্ব। দেহকে করে স্বেদসমুদ্রে সন্তরণ; স্বপ্নাবিষ্ট এই নয়নযুগল চেয়ে থাকে তার ফেরার পথে। 

0 মন্তব্য:

Facebook Comments by প্রহেলিকা

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by প্রহেলিকা