বুধবার, ২৮ মে, ২০১৪

শ্ববৃত্তি

ছুঁড়ে ফেলে অনুপ কাব্যের কুৎসিত পাণ্ডুলিপি,
উগড়ে দিয়ে সুবজ শেকড়ের নির্যাস-
অপাদমস্তকে মেখেছি আধুনিকতা।
কতই না করেছিলি উপহাস তোরা-
কাকের কা কা-এর কর্কশ সুরে-
দেখে শিশির দলিত ভোরের তেজস্বী ছটা।
আজও জানি চিপটান কাটবি-
হা হা করে, অন্তপুরের কুপিত বায়ুতে-
কপট শয্যাতেই বিছিয়ে দিবি জায়নামাজ।

আর আমি!
পৌঁছেছি অস্বাক্ষরিত সংবিধানের শেষ পৃষ্ঠায়,
অপ্রহত কাননে বিমূঢ়তার পৃষ্ঠে করতে ভ্রমর চাষ।

0 মন্তব্য:

Facebook Comments by প্রহেলিকা

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by প্রহেলিকা