বাকহীন বৃক্ষের তৃষ্ণার্ত ছাঁয়া জানে
জানে বুকে শয্যা পাতা নিখাদ ধুলো,
কতবার গিয়েছি ছুটে প্রাচীন পথে
বেলা অবেলায় বিদ্রুপের ধুম্রজালে।
যে পথের আঁচলে বেঁধে আধখানা চাঁদ
হিরন্ময় উদাসে নামায় শামুক রাত,
সন্ধ্যালোকে তার শাড়ির ভাঁজে ভাঁজে
আহত জোনাকিরা করে প্রেম অনুবাদ।
দাঁড়ায়নি কখনো ক্লান্ত দু’পা সমান্তরাল,
থামেনি জুয়াড়ি বেসাতি আবেগের প্রস্থ মাপে।
তবুও সে পথ গড়িয়ে গড়িয়ে মিশে যায়
কোন এক অচেনা বিন্দুতে, মায়াময় প্রভাতে
ছোঁয়া হয় না পথ কবিতার শেষ চরণ।
জানে বুকে শয্যা পাতা নিখাদ ধুলো,
কতবার গিয়েছি ছুটে প্রাচীন পথে
বেলা অবেলায় বিদ্রুপের ধুম্রজালে।
যে পথের আঁচলে বেঁধে আধখানা চাঁদ
হিরন্ময় উদাসে নামায় শামুক রাত,
সন্ধ্যালোকে তার শাড়ির ভাঁজে ভাঁজে
আহত জোনাকিরা করে প্রেম অনুবাদ।
দাঁড়ায়নি কখনো ক্লান্ত দু’পা সমান্তরাল,
থামেনি জুয়াড়ি বেসাতি আবেগের প্রস্থ মাপে।
তবুও সে পথ গড়িয়ে গড়িয়ে মিশে যায়
কোন এক অচেনা বিন্দুতে, মায়াময় প্রভাতে
ছোঁয়া হয় না পথ কবিতার শেষ চরণ।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন