শুভ হোক জন্মদিন
জানি চাইবে না, উষ্ণ চুম্বনে অমিয় নিস্তব্ধতায় ডুবে যাক শরতের পুরোটা বেলা, ভারসাম্যহীন কম্পন ঘোরে ছুয়ে দেক বিচলিত আঙ্গুলেরা, বর্ধিত হোক শ্বাসের ধ্বনি।
রাত
সূর্যকে ঢেকে তার কালোকেশে, জননীর নিখাদ মমতায় ঘুম জাগিয়ে পৃথিবীর চোখে, মধুর গুঞ্জনে আঁচলে বেঁধে নক্ষত্র রাত নেমে আসতো সুচতুর- ক্রমশ উচু হওয়া বিনাশী দেয়াল ডিঙ্গিয়ে, মখমলের শয্যায় ছলকে দিতে কামনার জল নামাতো বৃষ্টি অঢেল।
জর্নাল, শ্রাবণ (কবি শামসুর রাহমান)
তুমি আসবে না নিঃশব্দে নিঃসঙ্গ এই চেনা বাগানের দরজা খুলে ফাল্গুনের বিহ্বল দুপুরে মাড়িয়ে ঘাসের পিঁপড়ে, শুকনো পাতা সিঁড়ির নির্জন বাঁক ঘুরে এসে শিশিরের মতো স্বেদকণা মুছে মিহি রুমালে, হাওয়ায় প্রীত তুমি মৃদু টোকা দেবে না দরজায়; গানের গুঞ্জনে আর উঠবে না ভরে দক্ষিণের শূন্য ঘর প্রহরে প্রহরে।