মঙ্গলবার, ২৫ মার্চ, ২০১৪

পাগলা ঘন্টা

বাংলার আকাশে ভেসে এসেছে শংকাময় ক্রান্তিকাল,
চৈত্রের খরায় ফাটল ধরেছে কৃষকের পাঁজরে।
উন্মত্ত শত দামাল, শুনে রেসকোর্সের মহা বজ্রবাণী,
"জয় বাংলা " ধ্বনিত হচ্ছে সবার কন্ঠে সজোরে।

আঁধারে ঘুমন্ত পৃথিবী, থম থম বিরাজমান চারপাশ,
দুগ্ধপোষ্য শিশুটি ঘুমিয়েছে মায়ের ঘুমপাড়ানি গানে।
নব বধু অপেক্ষমান রয়েছে বাসরের ফুলেল শয্যায় ,
বৃদ্ধা করে শান্তির আরাধনা তার সৃষ্টিকর্তার পানে।

হঠাৎ ঢং ঢং ঢং করে বাজে সংকটময় পাগলা ঘন্টা,
বিভীষিকাময় আর্ত-চিত্কারে তিমির আকাশ হয় ভারী।
ট্যাঙ্ক-মর্টার-বাজুকায় জারজ সজ্জিত করে রাতের শহর,
"অপারেশন সার্চ লাইট" নামে ভাসাবে আজ লাশের সারি।

0 মন্তব্য:

Facebook Comments by প্রহেলিকা

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by প্রহেলিকা